চাঁদপুরে ১৫৫০পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মো: রানা সরকার: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুল কুদ্দুস ও এএসআই (নিঃ) মিজানুর রহমান এর নেতৃত্বে ১হাজার ৫শ ৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল ১৮ সেপ্টেম্বর (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন ৮নং বাগাদী ইউনিয়ন এর বাগাদী চৌরাস্তা উপর থেকে নারী মাদক ব্যবসায়ী আনোয়ারা বেগম প্রঃ মনুয়ারাকে গ্রেফতার করে চাঁদপুর সদর থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ১হাজার ৫শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যাহা আনুমানিক মূল্য- ৪লক্ষ ৬৫হাজার টাকা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আনোয়ারা বেগম প্রঃ মনুয়ারা(৩৬), পিতা-আশ্রাফ আলী, মাতা-আছুরা খাতুন, স্বামী-মোঃ ফোরকান, স্থায়ী, ঠিকানা: গ্রাম-আমতলী পাড়া, উপজেলা- আলীকদম, জেলা-বান্দরবান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী জানান দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে ইয়াবা সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করছে। আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় এফআইআর নং-৫১, তারিখ- ১৮ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-৬১৩, তারিখ-১৮ সেপ্টেম্বর, ২০২৩, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত খবর