চাঁদপুর শহরে বাসার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মুক্তা ভিলার ৪র্থ তলার বাসার দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ চুরি সংঘটিত হওয়ার ঘটনা ঘটেছ। ১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাসার ভাড়াটিয়া সুমি বেগম জানান, শুক্রবার দুপুর দেড়টায় আমি বাসা তালা দিয়ে বাইরে যাই, সন্ধ্যায় বাসায় ফিরে ঘরের দরজা ভাঙ্গা দেখতে পাই। সাথে সাথে ঘরে প্রবেশ করে দেখতে পাই আমার একটি স্টিলের আলমারির তালা ভাঙ্গা এবং অপরটি স্টিলের আলমারি খোলা।

তিনি বলেন, দু’টি স্টিলের আলমারি হতে আমার দেড় ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা চুরি হয়েছে। সুমি জানান, পীর বাদশা মিয়া রোডে আমার নির্মাণাধীন বাড়িতে টাইলস লাগানোর জন্য টাকাগুলো স্টিল আলমারিতে রেখেছিলাম।
ক্ষতিগ্রস্ত সুমি ৯৯৯ ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহসীন আলমকে বিষয়টি অবহিত করলে থানার এস আই জাকিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত সুমি চাঁদপুর পাটওয়ারী পত্রিকা এজেন্ট মরহুম নূর নবী পাটওয়ারীর ভাগনী ও জসীম মেহেদীর ছোট বোন।

সম্পর্কিত খবর