
মাসুদ হোসেন : মাদক কারবারে আটক হওয়া চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহীনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মাসুদ ইকবাল ও যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবলীগ নেতা জাকির হোসেন শাহীনকে দল থেকে অব্যাহতি দেয়া ঐ চিঠিতে বলা হয়েছে যে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সু শৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা প্রত্যেক নেতাকর্মীর নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। তাহার বিরুদ্ধে মাদক বিক্রয়ের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়া যায়, এতে সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
এমতাবস্থায় তাহাকে এহেন কর্মকান্ডের জন্য সংগঠনের উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, জাকির হোসেন শাহীন (৪৪) উপজেলার হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড উচ্চঙ্গা মুন্সি বাড়ির মোঃ নুরুল আমিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুরের বিভিন্ন এলাকায় অন্যান্য সহযোগীসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছেন।
জানা যায়, বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার কৈয়ারপুল বাজারের দক্ষিনে উচ্চাঙ্গা এলাকায় একটি মুরগীর ফার্ম এর দক্ষিন পাশ থেকে হাজীগঞ্জ ৫নং সদর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী জাকির হোসেন শাহিন (৪৪) ও চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গাজী বাড়ির কালু গাজির ছেলে আজাদ গাজী (৩৪) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিছ ইয়াবা, ২টি এন্ড্রয়েড মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অভিযানকালে আটক জাকির হোসেন শাহিনের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৪ প্যাকেটে ৮০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ে জন্য ব্যবহৃত মোটরসাইকেলসহ তার সহযোগী আজাদ গাজীর কাছ থেকে এন্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ এর তত্ত্বাবধানে থানার এসআই মোহাম্মদ মিছবাহুল আলম চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত মাদক অভিযান পরিচালনা করেন। অভিযানের রাতেই হাজীগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।