
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল গতকাল হঠাৎ নিজ গরুর খামারে যাওয়ার পথে,রাস্তার পাশে মাঠে দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরা যাদেরকে আমরা ভুলে থাকি তারাই আগামী দিনের ভবিষ্যৎ সেই ছোট্ট শিশুরা দারুন ফুটবল খেলছেন।
গাড়ি থেকেই চোখের দৃষ্টি গেল ছোট্ট শিশুদের খেলাধুলার দিকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল মহোদয়ের।
গাড়ি থেকে নেমেই দেখছেন ছোট্ট শিশুরা পুরাতন একটি নষ্ট ফুটবল দিয়ে খেলাধুলা করছেন তাৎক্ষণিক প্রায় ২০-২৫ মিনিটের মধ্যেই শিশুদের জন্য নতুন একটি ফুটবল ব্যবস্থা করে শিশুদের হাতে নতুন ফুটবল তুলে দিলেন বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।
এ সময় শিশুরা নতুন ফুটবল পেয়, আনন্দে উল্লাসে,নতুন ফুটবল নিয়েই তাৎক্ষণিক মাঠে নামলেন শিশুরা | এই সময় উপস্থিত শিশুদের উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন তোমরা এখন শিশু, এখন তোমাদের সময় খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করা,পড়াশোনা করে তোমরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ,তাই তোমাদের কাছে অনুরোধ মাদক মুক্ত সমাজ করতে, তোমরাই পারবে মাদক থেকে নিজেকে ধরে রাখো সমাজের সবাইকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও করবা,এবং সকল খারাপ কাজ থেকে দূরে থাকবো, এবং খেলাধুলার ব্যাপারে যে কোন সময় তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ।