শাহরাস্তির শোরসাক বাজারে ভয়াবহ অগ্নিকান্ড : কোটি টাকা ক্ষতিগ্রস্ত

স্বপন কর্মকার মিঠুন শাহরাস্তি : শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি দোকান পুড়ে গেছে। শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। এতে ব্যবসায়ীরা কোটি টাকা ক্ষতিগ্রস্তের শিকার হয়।

মঙ্গলবার ১২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক তিন টায় শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী শোরসাক বাজারের উত্তর মাথায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতিক সর্টসার্কিট হতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে অনেকে মনে করে।

ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে রয়েছে, ইমান হোসেন ভান্ডারির চা দোকান, ইউপি পরিষদের সদস্য মীরন ও শাহ আলমের মুদি দোকান, সেরাজুল ইসলাম ও সঞ্জয় শীলের ওষুধ দোকান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্তের স্বীকারীরা বলছেন, কি ভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। আমরা বিভিন্ন ব্যাংক ও এনজিও হতে ঋণ নিয়ে ব্যাবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি, আজ আমরা নিঃস্ব। চোখে ঘুম নেই কি করে ঋন পরিশোধ করবো।

সম্পর্কিত খবর