স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সাইদুল ইসলাম। রোববার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে তিনি ফরিদগঞ্জ থানায় যোগদান করেন।
এ সময় তাকে স্বাগত জানান এবং ফুল দিয়ে বরণ করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপ-পরিদর্শক (এসআই) মো. জামান, মো. আনেয়ারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
ওসি মো. সাইদুল ইসলাম এর আগে ২০২২ সালের ৬ নভেম্বর মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন।
তারও পূর্বে তিনি হবিগঞ্জ জেলার লাখাই থানা ও বন্দারবান থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি দায়িত্ব পালনে ফরিদগঞ্জ থানার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।