ঢালীরঘাটে হত্যার উদ্দেশ্যে মা-মেয়েকে ভেকু দিয়ে চাপা

বিশেষ প্রতিনিধি : চাঁদপুরে মা পাখি বেগম (২৭) ও প্রতিবন্ধী মেয়ে মাহি (১২) কে ভেকু দিয়ে হত্যার উদ্দেশ্যে গায়ের উপর ভেকু গাড়ি উঠাইয়া মারাত্মক রক্তাক্ত জখম ও হাড় ভাঙ্গা জখমের অপরাধে মামলা দায়ের হয়েছে।

৪ সেপ্টেম্বর রাতে আহত নারীর স্বামী মোঃ আলাউদ্দিন বাদী হয়ে মোঃ ছোটন বেপারীকে আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-২৮।

৪ জুন সোমবার সকালে পূর্ব রঘুনাথপুর ঢালীরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর শুনে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলমের নির্দেশে এসআই সামাদ ঘটনাস্থল থেকে ভেকুটি জব্দ করে থানায় নিয়ে আসেন।

আহত পাখি বেগম ঢালীরঘাট এলাকার আলাউদ্দিনের স্ত্রী। ভেকুর চাপা পাখি বেগমের পা থেকে বুক পর্যন্ত বিভিন্ন স্থানে থেতলানো ও হাড় ভেঙ্গে যায়। তার মেয়ে প্রতিবন্ধী মাহি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। বর্তমানে পাখি বেগম ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, নিজেদের বাড়ির কাছে লাগানো পেঁপে গাছ কেটে ফেললে পাখি বেগম তা জিজ্ঞেস করায় পাশবর্তী বালু ব্যবসায়ী ছোটন বেপারী ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শিশুড়ী নাছিমা বেগমকে কিল ঘুষি মেরে লীলা ফুলা জখম করে। পরে বালু মহলে থাকা ভেকু দিয়ে বসতঘরের পেছনে স্ত্রী ও প্রতিবন্ধী মেয়ে কে হত্যার উদ্দেশ্যে চাপা দেয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভেকুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি, তবে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর