
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) প্রভাকর বড়ুয়া মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
৪সেপ্টেম্বন গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন রান্ধুনীমুড়া ১১নং পৌর ওয়ার্ডস্থ হাজীগঞ্জ টু রামগঞ্জ মহাসড়কের পশ্চিম পার্শ্বের নোয়া বাড়ী রাস্তার মুখ হইতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এসময় আটককৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১লক্ষ ৫০হাজার টাকা।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১। আক্তার হোসেন জনি(৩২), পিতা-আবুল হোসেন, মাতা-নুর জাহান বেগম, স্থায়ী: গ্রাম-মকিমাবাদ (কাশারী বাড়ী, ৪নং পৌর ওয়ার্ড), উপজেলা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী জানায়, সে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
আটকৃকত ব্যক্তির বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।