
শওকত আলী : চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর তীরে মনোরম পরিবেশে ১৩৭০ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপনের জন্য গৃহীত প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় অনুমোদিত হয়েছে। এতে চাঁদপুরে বিশাল আনন্দ মিছিল,সর্বস্তরে আনন্দের বন্যা ও মিস্টি বিতরন চলছে।
চাঁদপুরে আনন্দ মিছিলের পূর্বে বক্তব্য কালে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির আন্তরিক প্রচেষ্টায় চাঁদপুর মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন হচ্ছে।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, সচিবগণসহ এই প্রকল্প প্রণয়নের সাথে সংশ্লিষ্ট সকলকে চাঁদপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চাঁদপুরের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
মঙ্গলবার(৫সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নতুনবাজার জে এম সেন গুপ্ত রোডস্থ চাঁদপুরে শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে থেকে সর্বস্তরের জনগের অংশ গ্রহণে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের নতুনবাজার মোড় হয়ে, ছায়াবানী রোড, চিত্রলেখার মোড়, শপথ চত্ত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর পূর্বে অভিনন্দন জানিয়ে জনতার উদ্দেশে বক্তব্য রাখেন, চাঁদপুর মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ ডাঃ হারুনুর রশিদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আশ্বাদ মিয়াজী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ হেলাল হোসাইন, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিপ্রা দাস, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, ঝন্টু দাস, সদস্য গনি গাজী, জেলা যুব মহিলালীগের সভাপতি ফরিদা ইলিয়াস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান।
এ সময় জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।