
মাসুদ হোসেন : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ও দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ৪নং ওয়ার্ড (শাহতলী) জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে নির্ধারিত ভোট কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বর্তমান ও সাবেক ইউপি সদস্য, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুবসমাজ ও ছাত্রসমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল ক্বারী। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছেন এবং আমাদের জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন তাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি যাকে নৌকার মনোনয়ন দিবেন আমরা তাকেই আমাদের এই কেন্দ্র থেকে নির্বাচিত করবো ইনশাল্লাহ।
ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কাসেম কারীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী,
সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হান্নান খান মিলন, মাহফুজ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান হাওলাদার সাজু, আবু নোমান পাটোয়ারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শফিক কারী, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কাসেম কারী,
শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম হাওলাদার, প্রচার সম্পাদক মুনির চৌধুরী, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য বিল্লাল হোসেন খান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য বিলকিস সুলতানা, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফিরোজা বেগম, ইকবাল খান, যুব মহিলা লীগের সভাপতি লিপি বেগম,
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান, ওয়ার্ড প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রব মাষ্টার, মোস্তফা মিজি (ভান্ডারী )ও সাবেক উপজেলা যুবলীগ নেতা আঃ মালেক মুন্নাসহ উক্ত কেন্দ্রের আওতাধীন আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় প্রস্তাব ও সমথনের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪নং ওয়ার্ড (শাহতলী) জিলানী চিশতি উচ্চ বিদ্যালয়ের নির্ধারিত ভোট কেন্দ্রের আহবায়ক ইউনয়ন আওয়ামীলীগের সদস্য অন্যতম মোস্তফা মিজি(ভান্ডারী ) ও সদস্য সচিব ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল কারীর নাম প্রস্তাব করেন উপস্থিত নেতৃবৃন্দ। উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও নেতাকমীরা হাততালি দিয়ে উক্ত প্রস্তাবকে সমথন জানান ।