
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন এর তত্ত্বাবধানে এসআই কামরুল হাসান কায়কোবাদ এর নেতৃত্বে মাদক অভিযান পরিচালনা করে ২২কেজি গাঁজা সহ ৩মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন শাহমাহমুদপুর ইউপির ঘোষেরহাট সাকিনের সীমা পাইপ ইন্ড্রাষ্টিজ এর সামনে কুমিল্লা টু চাঁদপুর সড়কের উপর থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে চাঁদপুর ডিবি পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ২২কেজি গাঁজা, ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মহসিন (৩০), ২।মোঃ হাবিবুর রহমান (২৫), ৩। আরিফুল ইসলাম প্রঃ সজল (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে নারায়নগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। তারা কুমিল্লা জেলার থেকে ২২কেজি গাঁজা ক্রয় করে মাইক্রোবাস যোগে কুমিল্লা চাঁদপুর হয়ে নারায়নগঞ্জ এর উদ্দেশ্যে যাচ্ছিল।
পথেমধ্যে পুলিশের চেকপোস্টে থামিয়ে স্বাক্ষীদের উপস্থিতেতে তল্লাশী করাকালে আটককৃতদের দেখানো মতে গাড়ীর সিটের উপর ১ ও ২নং আসামীর মাঝ খানে রাখা দুইটি কার্টুন, একটি কার্টুনে ১০কেজি ও অপর কার্টুনে ১২কেজি গাঁজা সহ সর্বমোট ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
যার অনুমানিকক মূল্য ৪লক্ষ ৪০হাজার টাকা ও একটি সাদা রংয়ের হাইচ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-১৯-১৩২৪, ইঞ্জিন নং-1TR-8327034, চেসিস নং-TRH200-0132255 উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদকব্যবসায়ীরা জানায় কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে অজ্ঞাতনামা আসামীর নিকট হতে গাঁজা ক্রয় করে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ এর জনৈক ওমর ফারুক (৩৫) নিকট পৌছে দেওয়ার জন্য মাইক্রোবাস যোগে যাইতেছিল।
আটকৃতরা ও সহযোগী পলাতক আসামীদের পরষ্পর যোগসাজশে উক্ত মাদক নারায়নগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে বিক্রয় করার পরিকল্পনা ছিল।
আটককৃত মাদক ব্যবসায়ী মহসিন (৩০), ২। মোঃ হাবিবুর রহমান (২৫), ৩। আরিফুল ইসলাম প্রঃ সজল (৩০) দ্বয়ের বিরেুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীর নাম ঠিকানা যাচাই বাছাইসহ সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে।