
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের সাবেক সফল জেলা প্রশাসক, জাতীয় জনপ্রশাসন পদকপ্রাপ্ত জনবান্ধব কর্মকর্তা মোঃ আব্দুস সবুর মন্ডল (৬১০৬) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
৫সেপ্টেম্বর (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয় মো: আব্দুস সবুর মন্ডলকে অতিরিক্তি সচিব থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেন।
এতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারি সচিব শেখ শামছুল আরেফিন।
জানা গেছে, পদোন্নতির পূর্বে মো: আব্দুস সবুর মন্ডল জনপ্রশাসন মন্ত্রণায়য়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন ।
এ ব্যাপারে পদোন্নতিপ্রাপ্ত সচিব মো: আব্দুস সবুর মন্ডল তাক্ষনিক গতকাল ৫সেপ্টেম্বর বিকেলে দৈনিক চাঁদপুর খবরকে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পাওয়ায় প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, আমি চাঁদপুরবাসীর প্রতি সবসময়ই কৃতজ্ঞ। চাঁদপুর জেলা প্রশাসক থাকাকালীন জাতীয় জনপ্রশাসন পদকপ্রাপ্ত হই। সর্বোপরি তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
জানা গেছে, তিনি চাঁদপুর জেলা প্রশাসক থাকাকালীন ২০১৭ সালের ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক এবং ২০১৯ সালের ২৩জুলাই জেলা পর্যায়ে জনপ্রশাসন পদক গ্রহন করেন। ডিজিটাল মাধ্যমে জনসেবা দেয়ার জন্য ২০১৬ সালে দেশসেরা জেলা প্রশাসকের পুরস্কার লাভ করেন।
আরো জানা গেছে, জাতীয় জনপ্রশাসন পদক প্রাপ্তির পুরো অর্থ তিনি ও তার টীম চাঁদপুরের মেধাবী মেডিকেল ও ইউনিভাসিটির শিক্ষার্থীদের জন্য প্রদান করে যান। তিনি চাঁদপুরের জেলা প্রশাসক থাকাকালীন ইলিশের বাড়ী চাঁদপুর এবং ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে ব্যাপক কাজ করেছেন এবং দেশ ও বিদেশে ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের অবস্থান তুলে ধরতে সক্ষম হন।
উল্লেখ্য, তিনি ১৩তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা। মো: আব্দুস সবুর মন্ডলের গ্রামের বাড়ী গাইবান্ধা জেলায়। তার স্ত্রী আখতারী জামান ঢাকা ইডেন কলেজের সহযোগী অধ্যাপিকা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তার এক ছেলে ও দু’মেয়ে রয়েছে। এর মধ্যে এক মেয়ে আমেরিকাতে পড়াশুনা করছে।
……………….অভিনন্দন………….
এদিকে, চাঁদপুরের সাবেক সফল জেলা প্রশাসক, জাতীয় জনপ্রশাসন পদকপ্রাপ্ত জনবান্ধব কর্মকর্তা মো: আব্দুস সবুর মন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পাওয়ায় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে তার নতুন পদের জন্য সফলতা ও শুভকামনা জানানো হয়েছে।