চাঁদপুরে আইএমটির আয়োজনে প্রাক বহির্গমণ অরিয়েন্টেশন সেশন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির আয়োজনে প্রাক বহির্গমণ অরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪সেপ্টেম্বর (সোমবার) চাঁদপুর ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি সভা কক্ষে প্রাক বহির্গমণ অরিয়েন্টেশন সেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

জেলা প্রশাসক শতাধিক বিদেশগামী চাঁদপুরবাসীর সাথে নিবিড়ভাবে আলোচনা করেন। তাঁর বক্তব্যে উঠে আসে প্রবাসী হিসেবে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জীবন ঘনিষ্ঠ দিকনির্দেশনা।

অরিয়েন্টেশন সেশন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি চাঁদপুরের অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ সাকাওয়াৎ আলী।

এসময় ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি চাঁদপুরের শিক্ষকবৃন্দ, প্রশিক্ষনার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর