
চাঁদপুর খবর রির্পোট : কেবিনেট মন্ত্রণালয়ের উপ-সচিব চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। অঞ্জনা খান মজলিশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করায় চাঁদপুরের সাংবাদিকসহ বিভিন্নজন তাকে অভিনন্দন জানিয়েছেন ।
জানা গেছে, বতমান কেবিনেট মন্ত্রণালয়ের উপ-সচিব অঞ্জনা খান মজলিশসহ যুগ্মসচিব পদে সরকারের ২২১ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।