
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর লাকসাম রেলপথের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তার জন্য লোহার খুঁটি দিয়ে পথ বন্ধ করা হয়েছে।
এতে করে যোগাযোগ ব্যবস্থার বিপষয় ঘটছে । সাধারণ মানুষ এরই মধ্যে নানা প্রশ্ন তুলেছে রেল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের । এটা সমাধান না বলে স্থানীয় লোকজন দাবী করছেন ।
মুলত ঝুঁকিপূর্ণ স্থানে গেইট এবং গেইট ম্যান দিয়ে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা যেতে পারে ।
গতকাল ৪সেপ্টেম্বর (সোমবার) সকাল ৮টা থেকে শাহতলী রেলস্টেশনের ঝুঁকিপূর্ন রাস্তাসহ চাঁদপুর লাকসাম রেলপথে লোহার খুঁটি দিয়ে ঝুকিপূর্ণ রাস্তা বন্ধ করা হয়।এলাকাবাসী তীব্র প্রতিবাদ জানিয়েছে । এলাকাবসিল তোপের মুখে পড়েছে রেলওয়ের লোকজন ।
চাঁদপুর রেল কর্তৃপক্ষ দৈনিক চাঁদপুর খবরকে বলছে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তার জন্য লোহার খুঁটি দিয়ে পথ বন্ধ করা হয়েছে। এটা সমগ্র রেলপথের সবত্র করা হচ্ছে ।