
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি মকবুল আহমেদ ৩ সেপ্টেম্বর রাত ১১টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে কুমিল্লায় ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সন্ধায় তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করেন। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে, বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মকবুল আহমাদ শাহরাস্তি পৌর সভার তিন বার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়।