চাঁদপুরে মহিলা অধিদপ্তরের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার রিফুজী কলোনী নিবাসী সেকেন্দার খান, পিতা মোঃ জামাল হোসেন, মাতা- আমেনা বেগম এর কন্যা মুন্নি আক্তার (১৫) বাল্যবিবাহ বন্ধে মুছলেকা নেওয়া হয়েছে। চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে ।

গতকঅর ৪ সেপ্টেম্বর দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ -পরিচালক নাছিমা আক্তার ।

এ ছাড়াও বিষয়টি তিনি চাঁদপুর সদর উপজেলা নিবাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতকে হোয়ারসপে অবহিত করেন ।

গত ৩০আগস্ট চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ -পরিচালক নাছিমা আক্তার এর কাছে মুছলেকা দেন কনের পিতা সেকেন্দার খান।

বরের নাম মোঃ মোস্তফা শেখ, পিতা- আবদুল খালেক শেখ, মাতা- আকলিম বেগম গ্রাম/ওয়ার্ড-চামটা, ইউনিয়ন-তেলীপাড়া, উপজেল-নড়িয়া, জেলা-শরিয়তপুর।

মুছলেখায় তিনি অঙ্গিকার করেন বাল্যবিবাহের যে বেআইনি উদ্যোগ গ্রহণ করেছিলাম, তার সাথে যুক্ত হইবার জন্য আমি লজ্জিত, দুঃখিত এবং অনুতপ্ত।

আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, ভবিষ্যতে আমি বাল্যবিবাহের সহিত সম্পৃক্ত হইব না এবং আমার নিকটবর্তী এলাকায় বাল্যবিবাহ বন্ধে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করিব। যদি আমি এই অঙ্গীকার ভঙ্গ করি তাহা হইলে আমার বিরুদ্ধে আইনানুগ যে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইলে তাহা আমি প্রতিপালন করতে বাধ্য থাকিব।

সম্পর্কিত খবর