
ফারুক হোসেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম।
তিনি বলেন, সমাজের মঙ্গলে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকরা সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর। তাই শিক্ষকের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা ভীষণ জরুরি এবং শিক্ষার্থীদের সাথে সঠিক আচরণ ও পাঠদানের মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন পূর্ণ হবে।
তাছাড়া প্রাথমিক শিক্ষার মাধ্যমেই শিশুদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা সবার আগে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর মতলব উত্তর উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য পরিকল্পনা প্রতিমন্ত্রী এ কথাগুলো বলেছে।
তিনি আরো বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সবোর্চ্চ গুরুত্ত্বারোপ করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকর করছে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, ছেংগারচর পৌর মেয়র আরিফ উল্ল্যাহ সরকার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান শহিদউল্লা প্রধান, উপজেলা শিক্ষা অফিসার বেলায়ত হোসেন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকাগন।