
স্টাফ রির্পোটার : ইদানিং কালে স্বর্ণের দোকানগুলো টার্গেট করে চোর চক্ররা সর্বস্ব লুট করে নিচ্ছে। দিনের বেলায় স্বর্ণের দোকানের অভিনব কায়দায় প্রকাশ্যে তালা কেটে ৬০ ভরি স্বর্ণ নিয়ে উধাও হয়েছে।
চাঁদপুর শহরের কুমিল্লা রোড হাসান আলী স্কুল সংলগ্ন স্বর্ণ ভূবন নামক দোকানে তালা ভেঙ্গে এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেছে চুরি করার সময় সবকিছু ধরা পড়েছে।
রবিবার ভোর পৌনে ছয়টায় ৭ জন চোর একত্রিত হয়ে পরিকল্পিতভাবে স্বর্ণভূবন দোকানের তালা কেটে স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে। এসময় পাশের দোকানদার তালা কাটা দৃশ্য দেখতে পেয়ে দোকান মালিক মানিক লাল মজুমদারকে বাসা থেকে উঠিয়ে চুরির ঘটনাটি জানায়। মাত্র ১০ মিনিটের মধ্যেই চোরচক্ররা দোকানের ভিতরে থাকা সব স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর সার্কেল ইয়াসিন আরাফাত, চাঁদপুর মডেল থানার ওসি মহসিন আলম ,গোয়েন্দা পুলিশের ইনচার্জ এনামুল হক চৌধুরী, পিবিআই এর কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসে।
সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় সাতজন চোর পরিকল্পিতভাবে ঘটনাস্থলে এসে দোকানের বাইরে অবস্থান নেয়। তারা সাতজন বাহিরে পাহারা থেকে কাপড়ের চাদর দিয়ে ঢেকে কাটার দিয়ে তালা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে খুব দ্রুতগতিতে স্বর্ণ অলংকার চুরি করে পালিয়ে যায়।
চোর চক্ররা মুখে মার্কস ব্যবহার করে চুরি ঘটনাটি সংঘটিত করেছে। চাঁদপুরের পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই স্বর্ণের দোকানে প্রবেশ করে চোরদের হাতের ছাপ সহ সকল ধরনের আলামত সংগ্রহ করে।
এই ঘটনায় দোকান মালিক মানিক লাল মজুমদার জানায়, দোকানে সাজানো থাকা স্বর্ণালংকার গুলো লকারের ভিতরে না ঢুকিয়ে শনিবার রাত দশটায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। চোরচক্ররা তালা কেটে ভিতরে ঢুকে সবকিছু নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত করলেই প্রকৃত চক্রদের ধারণা সম্ভব হবে।
সম্প্রতি, চাঁদপুরে বেশ কয়েকটি স্বর্ণের দোকান সহ ফ্লাট বাসায় দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনায় পুলিশ বেশ কিছু স্বর্ণ উদ্ধার সহ চোরচক্রদের আটক করতে সক্ষম হয়েছে।