
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের বিপিএম, পিপিএম এর সাথে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩সেপ্টেম্বর (রবিবার) পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা আ’লীগের পক্ষ থেকে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলালসহ নেতৃবৃন্দ।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)রাশেদসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।