
চাঁদপুন খবর রির্পোট: চাঁদপুরে সনাতনী ধারা বাংলা মাধ্যম বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুর বিতর্ক একাডেমী কর্তৃক সনাতনী ধারা বাংলা মাধ্যম বিতর্ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক ও প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম।
উক্ত সনাতনী ধারা বাংলা মাধ্যম বিতর্ক প্রশিক্ষণ কর্মশালায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে চাঁদপুর বিতর্ক একাডেমী যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন স্কুল কলেজে কাজ করে যাচ্ছে। পরমতসহিষ্ণু সমাজ গঠনে তরুণদের অনুপ্রানিত করতে বিতর্ক চর্চার ভূমিকা অপরিসীম। প্রতিবছরের ন্যায় এবারেও নবীন সদস্য সংগ্রহ ও বিতার্কিক অনুসন্ধানে আয়েজিত এ কর্মশালায় শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের কে অনুপ্রাণিত করবে। সেই সাথে বির্তক প্রশিক্ষণে অংশগ্রহণ কারীদের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং আয়োজকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জেলা পুলিশ সুপার।
এসময় চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচএম আহসান উল্ল্যাহ সহ বিতর্ক একাডেমীর নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।