পৌরসভার ইজিবাইক লাইসেন্স নম্বর স্টিকার সপ্তাহব্যাপী কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার : গতকাল ৩ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ৯ টা থেকে চাঁদপুর পৌর ঈদগাঁ মাঠে পৌরসভার ব্যাটারি চালিত ইজিবাইক ২০২৩ – ২০২৪ অর্থ বছরের লাইসেন্স নম্বর, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত, পৌরসভার মনোগ্রাম, কিউ আর কোড, লাইসেন্স গ্রহীতার নাম, মোবাইল নম্বর, মেয়াদকাল লিপিবদ্ধ প্লেট এবং সিকিউরিটি স্টিকার সম্বলিত লাগানো হচ্ছে।

এ সময় চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক শাখার সহকারি লাইসেন্স পরিদর্শক মোহাম্মদ রাফি রাসেল বলেন, ব্যাটারি চালিত ইজিবাইক মালিকগন একটি প্লেট নিয়ে একের অধিক গাড়ি চালাতে না পারে, এছাড়াও জানা যায় ব্যাটারি চার্জ দেওয়ার সময় লাইসেন্স নম্বর প্লেট খুলে অন্য গাড়িতে লাগিয়ে রাস্তায় চলাচল করে, এছাড়া পৌরসভা আশেপাশের ইউনিয়নগুল থেকে যানবাহন প্রবেশ করে সকাল থেকে দিনরাত শহরে যানজট লেগেই থাকে।

তাই সপ্তাহব্যাপী কার্যক্রম ফলে শহরের যানযট নিরসনে শৃঙ্খলা রক্ষা হবে এবং পাশাপাশি অবৈধভাবে অনুপ্রবেশকারী গাড়ি চলাচল বন্ধ হবে। ব্যাটারি চালিত ইজিবাইকের মালিকগন ব্যাংক চালানের গ্রাহক কপি ও পুরাতন নম্বর প্লেট খুলে এবং গাড়ি সাথে নিয়ে পৌর ঈদগাঁ মাঠে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে এছাড়া পৌরসভার মেয়রের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়েছে।

সকাল১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১২ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপীর কার্যক্রম চলবে। অন্যথায়, উক্ত সময়ের মধ্যে ইজিবাইক নম্বর প্লেট, মালিক লাইসেন্স, সিকিউরিটি স্টিকার গ্রহণ না করলে লাইসেন্স বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর