
কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলাধীন সহদেবপুর পশ্চিম ইউনিয়নের বাঘমারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা এরশাদ উল্ল্যার বাড়িতে রাতের আধারে অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা।
এ ব্যপারে বীর মুক্তিযোদ্ধার সন্তান ওমর ফারুক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ২:৪০ ঘটিকার সময় মালচোয়া গ্রামের মনোহর মিয়ার ছেলে ডালিম সরকারের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অব: সিনিয়র ওয়ারেন্ট অফিসার এরশাদ উল্ল্যার বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া হামলা চালায়।
এ সময় ওমর ফারুকের ছেলে মাসুদ পারভেজ ও তার বন্ধু রবিউল পাশের রুমে ঘুমন্ত অবস্থায় ছিলো। ঘুম থেকে উঠিয়ে আমার ছেলের বন্ধু রবিউল কে লোহার রড দিয়ে পিঠিয়ে হাড়ভাঙ্গা জখম করে। মাসুদ পারভেজ বাঁধা দিতে গেলে তাকে ও দুর্বৃত্তরা মারধর করে। এসময় আমাদের ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ডালিমসহ অন্য দুই বিবাধী সিরাজ সরকার ও রায়হান হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
এ ঘটনায় থানায় মামলা মোকদ্দমা দায়ের করিলে সুযোগমত পাইলে খুন,জখম করবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করে। রাতের আধারে অনাধিকার প্রবেশের বিষয়ে বীর মুক্তিযোদ্ধা এরশাদ উল্ল্যার দাবি,সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক।
এ বিষয়ে বিবাদী ডালিম সরকার জানান, আমার ভাতিজা রবিউল সোস্যাল মিডিয়ায় আমার অন্য এক ভাতিজার স্ত্রীর অন্তরঙ্গ ছবি আপলোড দেয়ায় তাকে আমি মারধর করেছি।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ উল্ল্যার সন্তান ওমর ফারুক গতকাল রবিবার ডালিম সরকার,সিরাজ সরকার ও রায়হান কে এজহার নামীয় এবং অজ্ঞাত ৪/৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম খলিল জানান, মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।