চাঁদপুরে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন : চাঁদপুর শহরের একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারকে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৩ সেপ্টেম্বর) চাঁদপুর শহরের মিশন রোডের অনন্যা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল এ অভিযান চালান।

এ সময় রোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৩০০ টাকার ডেঙ্গু পরীক্ষা ১২০০ টাকা আদায়ের প্রমাণ মেলে। নুর হোসেন রুবেল বলেন, ডেঙ্গু টেস্ট এনএস ওয়ান, আইজিজি ও আইজিএম পরীক্ষার সরকারি ফি ৩০০ টাকা। সিবিসি পরীক্ষার ফি ৪০০ টাকা কিন্তু নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের লোকজন রোগীদের কাছ থেকে টেস্টের জন্য ৭০০ থেকে ১২০০ টাকা করে নিচ্ছেন। এজন্য ৪০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং চাঁদপুর জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক চাঁদপুর শহরের ছায়াবাণী মোড়ে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রচুর পরিমানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রিএজেন্ট পাওয়ায় এবং ডেঙ্গু টেস্ট ফি অত্যাধিক রাখায় এ জরিমানা করা হয়। জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকশ টিম এ অভিযানে সহযোগিতা করেন।

সম্পর্কিত খবর