
ফারুক হোসেন : মতলব উত্তরে খুনের মামলায় কারাগার থেকে মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান মুক্তি পেয়েছেন।
গতকাল রোববার চাঁদপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। খুনের মামলায় দুই মাস ১৫ দিন কারাগারে ছিলেন তিনি। উচ্চ আদালতের বিচারক তাকে জামিন দেন।
সূত্রে জানা গেছে, চলতি বছরে ১৭ জুন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রাজ্জাক প্রধানের সাথে কালু ও আলমগীর মেম্বারের দীর্ঘদিন যাবত আধিপত্য, চর দখল নিয়ে কোন্দলের সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবু নিহত হয়েছে। একটি মহল রাজনীতি হাসিলের জন্য এ ঘটনার মামলায় কাজি মিজানুর রহমানকে জড়ানোর হয়। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার আড়াই মাস কারাগারে ছিলেন কাজি মিজানুর রহমান।
২০২৩ সালের ১৬ মার্চ মাসে স্থানীয় সরকার নির্বাচনে মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি পাঁচ হাজার ২২ ভোট চেয়ারম্যান নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আব্দুল হাই প্রধান পেয়েছেন এক হাজার ৮০৮ ভোট।
জামিনে মুক্তির পর কাজি মিজানুর রহমান জানান, ষড়যন্ত্রমূলক মামলায় তাকে ও তার দুই ভাইকে ফাঁসানো হয়েছে। এই সব ষড়যন্ত্র বিচার সৃষ্টিকর্তার উপর দিয়েছেন এবং জামিনে মুক্তি পাওয়ায় মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন।