
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাজহারুল হক এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
২সেপ্টেম্বর (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর থানাধীন ১২নং চান্দ্রা ইউনিয়ন এর ০৮নং দক্ষিণ বালিয়া সাকিনস্থ চান্দ্রা চৌরাস্তা বাজার এর জনৈক লিটন এর হোন্ডা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করে চাঁদপুর ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ ইমরান পাটোয়ারী প্রঃ রবিউল (৩২), পিতা-আবুল খায়ের পাটোয়ারী, মাতা-সুফিয়া বেগম, স্থায়ী সাং-নয়নপুর, বাইশগাঁও ইউপি, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা, বর্তমানে সাং-মোকাম পাড়া, শহিদ উল্যা ভেন্ডার এর ভাড়াটিয়া, নাইয়া টোলা, পোঃ ঢাকা জুট মিলস, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা।
এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, দীর্ঘ দিন যাবৎ মোটর সাইকেল যোগে ফেনী সীমান্তবর্তী এলাকা হইতে ইয়াবা সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করে।
আটককৃত মোহাম্মদ ইমরান পাটোয়ারী প্রঃ রবিউল (৩২) এর বিরেুদ্ধে সদর মডেল থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক)/৩৮ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ । মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।