
স্টাফ রিপোর্টারঃ সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথিতে নির্বিগ্নে শোভাযাত্রাসহ মন্দিরগুলোতে ধর্মীয় আচার আনুষ্ঠান পালনে আইন-শৃঙ্খলাজনিত বিষয়ে আলোচনা ও সনাতনী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ শেখ মো: মুহসীন আলম ।
৩ সেপ্টেম্বর রোববার সকালে চাঁদপুর মডেল থানায় ওসির কক্ষে এ মতবিনিময় করা হয়। এসময় চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার ভৌমিক, সন্তোষ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব ও চাঁদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ,সাবেক নেতা প্রফেসর রনজিত, মধু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি তপন সরকার, জয়রাম রায়, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব সমীরণ ভঞ্জসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় সদর মডেল থানার ওসি শেখ মুহসীন বলেন, ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিগ্নে করতে কোন বাধা নেই। তবে দেখবেন শোভাযাত্রায় যাতে উশৃংখল লোক ঢুকে পড়তে না পারে। আমরা চাই সবাই সবার ধর্ম নির্বিগ্নে সুন্দরভাবে পালন করবে। এক্ষেত্রে আইন-শৃঙ্খলাজনিত যেকোন সহায়তায় পুলিশ আপনাদের পাশে থাকবে।