বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা কমিটির সাথে মতবিনিময়

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা ও উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর (বুধবার) চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার সম্পাদক অজয় ভৌমিক এবং চাঁদপুরের জেলা ও উপজেলা পর্যায়ে স্কাউটসের সম্মানিত প্রতিনিধিবর্গ।

সভা শেষে চাঁদপুরের স্থানীয় শিল্পীদের সৌজন্যে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সম্পর্কিত খবর