
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। দলকে সুসংগঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে এবং সকল ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জনগনের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জনগনকে নৌকা প্রতীকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। আমরা যে উন্নয়ন করেছি এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ইনশাআল্লাহ জনগণ আবারও জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী করবো।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন লিটু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বাবু রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের লক্ষে দলীয় কর্মসূচী নির্ধারণ বিষয়ে গুরুত্ব মতামত প্রকাশ সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। এর আগে বিভিন্ন সময় ইউনিয়ন আওয়ামী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করে বিশেষ দোয়া পাঠ করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম রেজওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর নবী সোহেল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম মাষ্টার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কবির খান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদ তালুকদার,
ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা আক্তার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহসিন খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিন উদ্দিন পাটওয়ারী, ইউনিয়ন মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি রহিমা আক্তার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মজুমদার।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।