চাঁদপুরে কোভিড সম্মুখ যোদ্ধা ডা. সুজাউদ্দৌলা রুবেলের ইন্তেকাল

সাইদ হোসেন অপু চৌধুরী: করোনাকালে অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সেবা দিয়ে চাঁদপুরবাসীর মন জয় করা মানবিক চিকিৎসক ডা. এ এইচ এম সুজাউদ্দৌলা রুবেল আর নেই। শনিবার ২ সেপ্টেম্বর ৩টার দিকে চাঁদপুর শহরের ফেমাস স্পেশালাইজড (প্রা.) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান। তার অকাল মৃত্যুতে শোকাহত চাঁদপুরের চিকিৎসকরা।

মরহুমের নামাজের জানাযার নামাজ শনিবার বাদ মাগরিব চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন কালেক্টর জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোশারফ হোসেন।

জানাজার পূর্বে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহর পরিচালনায় ডা. সুজাউদ্দৌলা রুবেলের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ হারুনুর রশিদ,
জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, চাঁদপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান ডাঃ সাইফুল ইসলাম, মরহুমের ছোট ভাই রবিন।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর হসপিটালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা: শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, বিএমএর সভাপতি ডাঃ নুরুল হুদা, বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সালেহ আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী ইকবাল হোসেন পাটোয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী,রিয়াদ ফৌরদৌস, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দ আহমেদ কাজল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারীসহ সমাজের সবস্তরের মানুষ ।।

ডা. সুজাউদ্দৌলা রুবেল বরিশালের সন্তান হলেও সেবা ও আন্তরিকতা দিয়ে তিনি চাঁদপুরবাসী হয়ে উঠেছিলেন। অনেকেই মনে করতেন তিনি চাঁদপুরের সন্তান। ডা. রুবেল দীর্ঘদিন চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ও করোনা বিষয়ক ফোকালপার্সন ছিলেন। গত কয়েক মাস পূর্বে তিনি চাঁদপুর মেডিক্যাল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। মৃত্যু পর্যন্ত তিনি এই পদে ছিলেন।

তার স্ত্রী ডা. সাজেদা বেগম পলিন করোনাকালের আরেক মানবিক চিকিৎসক। তিনি বর্তমানে নড়াইল জেলার সিভিল সার্জন।

তাঁর মৃত্যুতে চাঁদপুরে শোকের ছায়া নেমে এসেছে। শত শত চিকিৎসক ও সর্বস্তরের মানুষ তাকে দেখতে আসে এবং এক হৃদয় বিদারক পরিবেশের সৃস্টি হয়। এসময় তার দীর্ঘদিনের সহকর্মী সকলে কান্নায় ভেঙ্গে পড়েন।

উল্লেখ্য: ডা. সুজাউদ্দৌলা রুবেলের দ্বিতীয় জানাজা ঢাকায় এবং তৃতীয় জানাযা বরিশাল জেলার কাউনিয়া জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সম্পর্কিত খবর