বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি সভা

সাইদ হোসেন অপু চৌধুরী : আগামী ৮ সেপ্টেম্বর জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে অ্যাড. বদিউজ্জামান কিরণ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিয়ে সোনার মানুষ সৃষ্টি করতে পারলে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রতিকূল রাজনীতির ¯শ্রোত ঠেলে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। তাঁর লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণে সকলকে দেশপ্রেম ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত অন্যতম শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিশু কিশোরদের প্রতিভা বিকাশে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আদর্শ নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা অ্যাড হুমায়ুন কবির, সহ সভাপতি স্বপন বনজ, সহ সাংগঠনিক সম্পাদক লিটন মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক রঞ্জন সূত্রধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট সালমা আক্তার, মঞ্চ আহ্বায়ক অ্যাডভোকেট ফারহানা রিয়া, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মোশাররফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশান, হাজিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রাশিদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি আরিফুল ইসলাম শান্ত, সাধারণ এ এস পলাশ।

উল্লেখ্য: আগামী ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তি, ছড়াগান, চিত্রাংকন, লোকনৃত্যা, সাধারণ নৃত্যা, একক অভিনয়, বঙ্গবন্ধুর গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীতে চাঁদপুর জেলা থেকে ৭৪ জন প্রতিযোগি অংশগ্রহণ করবে।

সম্পর্কিত খবর