
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় চাঁদপুর ডিবির অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অভিযানে মতলব উত্তরে অশ্লীল নৃত্য ও জাদু খেলা বন্ধ করা হয়েছে।
গতকাল ১সেপ্টেম্বর (শুক্রবার) গোপন সংবাদ এর ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন মতলব উত্তর থানাধীন সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর সাকিনস্থ বেলতলী বাজারের পূর্বপাশে বালুর মাঠে একটি অশ্লীল নৃত্য ও জাদু খেলার আয়োজন করা হয়।
উক্ত সংবাদ প্রাপ্তির পর চাঁদপুর জেলা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে অশ্লীল নৃত্য ও জাদু খেলা বন্ধ করে দেন।
এ বিষয়ে চাঁদপুর পুলিশ সুপার বলেন চাঁদপুর জেলাকে অশ্লীল নৃত্য ও জাদু খেলার আয়োজন থেকে মুক্ত করার লক্ষ্যে এই অভিযান চলমান থাকবে।