চাঁদপুর থেকে ছাত্র সমাবেশে দুই সহস্রাধিক ছাত্রলীগ নেতাকর্মীর অংশগ্রহণ

সাইদ হোসেন অপু চৌধুরী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে গতকাল ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল তিনটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে ২ সহস্রাধিক নেতাকর্মী নিয়ে ছাত্র সমাবেশে যোগদান করেন।

এ বিষয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন জানান, আমরা সকাল ৮ টায় লঞ্চযোগে চাঁদপুর জেলা ছাত্রলীগ সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও চাঁদপুর কলেজ ছাত্রলীগসহ ১৫টি ওয়ার্ডের দুই সহস্রাধিক ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে সমাবেশ স্থলে যোগ দিয়েছি। ছাত্রলীগের মহাসমাবেশকে সফল করতে আমাদের ইউনিটের সকল নেতাকর্মী একযোগে অংশগ্রহণ করেছে।

এ সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ, জাতির পিতার আদর্শ ও সংগ্রামে ছাত্রজনতার ঐক্যবদ্ধ শপথের সমাবেশ। দেশ ও মানুষের চিরশত্রু, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, জঙ্গি-সন্ত্রাসী, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি-জামায়াতের জন্য এ সমাবেশটি ছিলো একটি আলটিমেটাম। এটি আর শুধুমাত্র ছাত্রলীগের সমাবেশের মধ্যে সীমাবদ্ধ ছিলোনা। এটি বাংলাদেশের ৫ কোটি শিক্ষার্থীর প্রতীকী সমাবেশে পরিণত হয়েছে।

উল্লেখ্য: ছাত্র সমাবেশে যোগদান করতে চাঁদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে একাধিক সভা, ব্যানার-পোস্টার সহ ব্যাপক প্রচার-প্রচারণা অব্যাহত ছিল।

সম্পর্কিত খবর