
চাঁদপুর খবর রির্পোট: ন্যাশনাল এইচআর সামিট ২০২৩ স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মসংস্থান” এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ২সেপ্টেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, একাডেমিক বিল্ডিং-৪, লেভেল-৬, ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভার, ঢাকা-১২১৬ তে অনুষ্ঠিত হবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল এর চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিতে উল্লেখ করা হয় স্মার্ট বাংলাদেশ ২০৪১ এর জন্য এইচআর লিডারশিপ; উদ্ভাবনের মাধ্যমে সর্বদা পরিবর্তনশীল ব্যবসা পরিচালনা” ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এ টু আই অ্যাস্পায়ার টু ইনোভেট অ্যান্ড সাপোর্টেড: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ সোসাইটি অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এই সামিটের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ আইসিটি ডিভিশন সেক্রেটারি মোঃ শামসুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম, ডিসিসিআইন প্রেসিডেন্ট ব্যারিস্টার মোঃ সমীর সাত্তার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আখতার, ব্যবস্থাপনা পরিচালক-বিএটি বাংলাদেশ শেহজাদ মুনিম।
অনুষ্ঠানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন “ন্যাশনাল এইচআর সামিট 2023: স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মসংস্থান চেয়ারম্যান ড. মোঃ সবুর খান।