স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউট সদস্যরা অগ্রণী ভূমিকা রাখবে : টিপু

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটরা অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিবিদ ডা. জে আর ওয়াদুদ টিপু।

তিনি গত ৩০ আগস্ট ২০২৩ খ্রি. বুধবার বেলা ৫টায় হিলশা সিটি ওপেন স্কাউটস গ্রুপের আয়োজনে ৭ম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখছিলেন। তিনি তার বক্তব্যে আরো বলেন, স্কাউটরা হলো অগ্রগামী দল। সমাজের যে কোনো ভালো কাজে বা দেশের যে কোনো প্রয়োজনে স্কাউটরা অগ্রগামী ভূমিকা পালন করে থাকে। তিনি দেশের যেকোনো প্রয়োজনে স্কাউটদের কাজ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

দুইদিনব্যাপী আয়োজিত বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এরপর অতিথিগণ জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন করে ক্যাম্পের শুভ সূচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তার বক্তব্যে বলেন, স্কাউটিং সম্প্রসারণ এবং এর উন্নয়নে চাঁদপুর পৌরসভা প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা করে যাবে। তিনি সমাজসেবা ও জেলা শহরে যানজট নিয়ন্ত্রণে সহযোগিতা করার জন্য হিলশা সিটি ওপেন স্কাউটস গ্রুপকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল হোসাইন,

চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা সম্পাদক অজয় ভৌমিক, চাঁদপুর জেলা রোভার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুবলীগ নেতা আজিজ খান বাদল, জেলা কাব লিডার তহমিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিলশা সিটি ওপেন স্কাউটস গ্রুপের গ্রুপ সম্পাদক মোঃ ওয়ালিদ হোসেন ও গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্যাম্প চীফ মোঃ আব্বাসউদ্দিন। সভাপতিত্ব করেন হিলশা সিটি ওপেন স্কাউটস গ্রুপ এবং গণি মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আমিনুর রহমান বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম গ্রুপ সম্পাদক মোঃ মাসুদ দেওয়ান।

দুইদিনব্যাপী এই ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউটের মৌলিক বিষয় ছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ লাভ করবে। এছাড়াও ৩১ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত স্কাউট ও রোভার সদস্যগণ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে প্রচারাভিযান পরিচালনা করেন। এতে সর্বাত্মক সহযোগিতা করেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল হোসাইন। ৩১ আগস্ট বেলা ৩টায় সনদপত্র বিতরণের মাধ্যমে ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত খবর