চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুনির চৌধুরী চিকিৎসা শেষে আগামী ৬ সেপ্টেম্বর দেশে ফিরছেন।
তিনি গত পবিত্র ঈদুল আজহার পর ৫ জুলাই বড় মেয়ের আমন্ত্রণে উচ্চতার চিকিৎসার জন্য স্ব-পরিবারে ডেনমার্ক যান। সেখানে তিনি নিজের এবং সহধর্মীনীর শারীরিক চিকিৎসা করান এবং বড় মেয়ের পরিবারের সাথে সময় কাটান। দীর্ঘ দু’মাস পর আগামী ৬ সেপ্টেম্বর তিনি দেশে ফিরছেন।
বিদেশে যাওয়ার কারনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী জেলা বিএনপির বিগত দু’মাসের বিভিন্ন কর্মসূচীতে অংশ নিতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
একই সাথে আজ বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবাষির্কীতেও উপস্থিত হতে পারছেন না বলে দলের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থকতা কামনা করে দলের সকল নেতাকর্মীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের দোয়া চেয়েছেন।