মো: রানা সরকার: চাঁদপুর সদরে মাধ্যমিক স্তরের সকল শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে প্রকল্প ভিত্তিক শিখন বাস্তবায়নের চাঁদপুর সদর উপজেলার স্কুল, স্কুল এন্ড কলেজ প্রধানগণের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০আগস্ট (বুধবার) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আরী বেপারী ।
অনিষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
এসময় চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ উপস্থিত ছিলেন।