চাঁদপুর খবর রির্পোট: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো: নুরুল আমিন চাঁদপুর জেলায় আসেন এবং তার নেতৃত্বে ভোক্তা অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
গতকাল ৩০আগস্ট (বুধবার) গ্যাস সিলিন্ডারের উপর গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করায় স্টেডিয়াম রোডের রাফি ট্রেডার্সকে ৩হাজার টাকা এবং বাগাদী চৌরাস্তার মোস্তফা ট্রেডার্সকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করেছেন এনডিসি চাঁদপুর।
এরপর পাসপোর্ট অফিসের সামনে শরীফ হোটেলে মূল্য তালিকা না থাকায় ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করেছেন চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক নুর হোসেন।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।
অভিযানে সহযোগিতায় করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এর একটি টিম।