ইব্রাহীম খান : চাঁদপুরে বিএনপি মৌন মিছিল বের করলে পুলিশ বাঁধা প্রদান করে। এ সময় সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা।
গতকাল ৩০ আগস্ট বুধবার বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল কালে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়। তবে এসময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও পুলিশের অনুরোধে মিছিল সেখানেই শেষ করে দেন।
এর আগে সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
তিনি বলেন, এই সরকার পদে পদে সংবিধান লঙ্ঘন করেছে। কারন সংবিধানের কোথাও কি লেখা আছে রাতে ভোট করতে হবে। আজকে গনতন্ত্রকে কেড়ে নিয়েছে এই ফ্যাসিবাদী সরকার। বিশ্ববাসী এই সরকারের সব নাটক জেনে গেছে। এখন শুধু সরকার হঠানোর পালা। বিএনপি নেতাকর্মীদের উপর যতই গুলি চলুক, কেউ রাজপথ ছেড়ে যায না।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।