চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) কামরুল হাসান কায়কোবাদ এর নেতৃত্বে চাঁদপুর ডিবির মাদক বিরোধী অভিযানে ২কেজি গাঁজাসহ ১মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল ২৯আগস্ট (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন ঘোষেরহাট সাকিনস্থ কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক সড়কের সীমা পাইপ ইন্ডাষ্ট্রিজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৪০হাজার টাকা।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মাঈন উদ্দিন (৩০), পিতা-মোশারফ মোল্লা, মাতা-মঞ্জু বেগম, সাং-চর নাছিরপুর, মোল্লা বাড়ী, পোঃ ডেউখালী, ৪নং চর নাছিরপুর ইউপি, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর, বর্তমান-দক্ষিণ ধনিয়া, মিনাবাগ, ১নং সড়ক, মজুমদার বাড়ীর ভাড়াটিয়া, ৬০নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, থানা-কদমতলী, ডিএমপি, ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী জানায় যে, দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হইতে গাঁজা সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা গাঁজা বিক্রয় করিয়া আসছে।
আটককৃত মোঃ মাঈন উদ্দিন (৩০)এর বিরুদ্ধে সদর মডেল থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এদিকে, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ ডিবি পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।