চাঁদপুর খবর রির্পোট: আজ ৩০আগস্ট চাঁদপুর জেলা বিএনপির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
এমতাবস্থায় আজ ৩০শে আগস্ট সকাল ১০ঘটিকায় চাঁদপুর প্রেসক্লাব ভবন (নীচতলা) জেলা বিএনপির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
গতকাল ২৯আগস্ট (মঙ্গলবার).চাঁদপুর জেলা বিএনপির সেক্রেটারী অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদর সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সভায় অনুমোদিত কমিটিতে অন্তর্ভূক্ত সম্মানিত সকল নেতৃবৃন্দ উপদেষ্ঠা মন্ডলীর সদস্যগণকে যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক অ্যাড:সেলিম সলিমউল্লাহ সেলিম বিনয়ের সাথে অনুরোধ জানানো যাচ্ছে।
প্রকাশ থাকে যে, উক্ত সভায় চাঁদপুর জেলাধীন প্রতিটি উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো যাচ্ছে।