
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলাধীন মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয় এর বাংলা, জীবন ও জীবিকা এবং হিন্দু ধর্ম বিষয়ের সকল শিক্ষকদের নিয়ে পৃথক তিনটি জুমের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এস ই ডি পি প্রোগ্রামের ডিসিমিনেসান অফ নিউ কারিকুলাম স্কিমের আওতায় নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন এর লক্ষ্যে বিষয়ভিত্তিক শিক্ষকগনের সাপ্তাহিক অনলাইন ফলোআপ সেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ আগস্ট (মঙ্গলবার) রাত ৯টায় জুম অ্যাপের মাধ্যমে জীবন ও জীবিকা, বাংলা ও হিন্দুধর্ম ফলোআপ সেশন এ প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রানকৃষ্ণ দেবনাথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়ন নিয়ে মতামত ব্যক্ত করেন তিনটি গ্রুপের মাস্টার ট্রেইনারগন, সবাই নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে সচেষ্ট থাকার প্রত্যাশা ব্যক্ত করে আজকের সাপ্তাহিক ফলোআপ সেশন সমাপ্ত করা হয়।
উল্লেখ্য, প্রতি সপ্তাহে একটি জুম মিটিং এর সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত তারিখে রাত ৯টায় জুম মিটিং অনুষ্ঠিত হবে। সংশিষ্ট সকল গ্রুপের শিক্ষকদের নিজস্ব গ্রুপের জুম সভায় অংশগ্রহণ করতে অনুরোধ করা হল।