স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন দেলোয়ার হোসেন ।
তিনি এর আগে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। জানাযায়, দেলোয়ার হোসেন ১৯৯১ সালের ২৩ মে সহকারী শিক্ষক হিসেবে নোয়াখালী জিলা স্কুল, তার কর্মজীবন শুরু করেন। তিনি ৬ আগস্ট-২০০১ কুমিল্লা জিলা স্কুল, ২০ মার্চ-২০০৮ নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যাল।
২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ১১জুন পর্যন্ত বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,দাউদকান্দিতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২৭ জুন-২০২২ থেকে ২১ সেপ্টেম্বর-২০২২ পর্যন্ত কুমিল্লা জিলা স্কুলে সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন, এরপর শিক্ষক দেলোয়ার হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২২ সেপ্টেম্বর-২০২২ থেকে ২৮ আগস্ট-২০২৩ পর্যন্ত লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
দেলোয়ার হোসেন ২৯ আগষ্ট ইলিশের বাড়ি নিজ মাতৃভূমি চাঁদপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান,
তার শিক্ষকতার হাতে খড়ি সফরমালী উচ্চ বিদ্যালয়,চাঁদপুর সদর,চাঁদপুর। সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হওয়ায় আমি নিজেকে গর্বিত মনে করছি।
বর্তমানে তিনি উক্ত স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় শিক্ষার্থীদের ও বর্তমান কর্মস্থল হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলি,ছাত্র,ও অভিভাবকদের সহযোগিতা ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।