চাঁদপুর হাসান আলী মাঠের দুই ফুচকা বিক্রেতাকে ২৩ হাজার টাকা অর্থদন্ড

মাসুদ হোসেন : চাঁদপুর শহরের হাসান আলী স্কুল এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা বিক্রি করার কারণে জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে দোকানদারকে সতর্ক করা হয়।
সোমবার (২৮ আগস্ট) অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক অভিযান চালিয়ে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ২টি ফুচকার দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার চাঁদপুর শহরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায়, ফুচকা বিক্রেতার দোকানে সব খাবার খোলা, একেবারে রাস্তার পাশে বলে দারুনভাবে ধূলাবালি এসে খাবারে মিশে যায়।

ডিমের উপর মাছি বসে আছে।এরপর বালতির পানিতে খাবারের পর চামচ প্লেট একের পর এক ধুইতে থাকে। এতে মানুষজনের মুখে নেয়া চামচ আর তাতে লেগে থাকা জীবাণু জড়বদ্ধ হতে থাকে। অথচ নিয়ম হচ্ছে স্বচ্ছ ও প্রবাহিত পানিতে বাসনপত্র ধোওয়া। এসব অস্বাস্থ্যকর খাবারের বিষয়ে সচেতন হওয়া জরুরি।

উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকশ টিম।

সম্পর্কিত খবর