চাঁদপুর ডিএনসি’র অভিযানে ৫শ ১৫ পিস ইয়াবা ও ১কেজি গাঁজা উদ্ধার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ডিএনসি’র মাদক বিরোধী যৌথ অভিযানে বড়স্টেশন রেলওয়ে ক্লাবরোড এলাকা থেকে।৫শ ১৫পিস ইয়াবা ও ১কেজি গাঁজাসহ উদ্ধার করা হয়।

২৭আগস্ট ডিএনসির সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য ও পুলিশের সমস্বয়ে যৌথ অভিযানে ৫শ ১৫ পিস ইয়াবা ও ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদক ব্যবসায়ীরা হলো-১) মোঃ রাজন গাজি(৪২)(পলাতক), পিতা- মোঃ মনির হোসেন
সাং-উত্তর শ্রীরাসদী রেলওয়ে ক্লাব রোড, চাদপুর সদর, চাঁদপুর। ২) মোঃ মিলন ভুঁইয়া (২৬) পলাতক, পিতা- সেলিম ভুঁইয়া, সাং-উত্তর শ্রীরামদী, রেলওয়ে ক্লাব রোড, গাজিবাড়ি, ৭নং ওয়ার্ড, চাঁদপৃর সদর, চাঁদপুর।

এ বিষয়ে ডিএনসির পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকবিরোধী অভিযান চলমান।

সম্পর্কিত খবর