চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম খলিল এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন রাজিবসহ কচুয়া থানার একটি চৌকস দল উক্ত অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামদিসহ ৭জুয়াড়ীকে আটক করা হয়েছে।
২৬আগস্ট কচুয়া থানাধীন আইনগিরি সাকিনস্থ জনৈক শাহ আলম পিতা-ইয়াকুব আলী সাং-আইনগিরি (নতুন বাড়ী) থানা-কচুয়া জেলা-চাঁদপুর এর বসত ঘরের দক্ষিন পাশের কক্ষে কচুয়া আসামীরা প্লেইং কার্ড (তাস) ও নগদ টাকা দ্বারা জুয়া খেলা অবস্থায় আটক করা হয়।
এসময় অভিযানে জুয়ারী ১। মোঃ জহির (৫৫), ২। মোঃ শাহ আলম (৪৫), ৩। মোঃ ইকবাল হোসেন (৪০), ৪। মোঃ বাবলু (৪২) ৫। মোঃ আবুল খায়ের (৫০), ৬। মোঃ আব্দুল বারেক (৪৫), ৭। আবু বক্কর সিদ্দিক (২৫), সর্ব থানা-কচুয়া, জেলা-চাঁদপুরদ্বয়কে আটক করেন।
এসময় স্বাক্ষীদের উপস্থিতিতে তাদের তল্লাশি করে জুয়া খেলায় ব্যবহৃত ২সেট ১০৪টি বিভিন্ন রয়ের প্লেইং কার্ড (তাস) ও নগদ ৫,৫৩০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে কচুয়া থানার ননআইআর নং-১৩৫/২৩, তারিখ-২৬/০৮/২৩ইং, ধারা-জুয়া আইনের ৪ধারা মামলা রুজু করা হয়। চাঁদপুর জেলাকে জুয়া মুক্ত করার লক্ষ্যে জুয়ার বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।