সংবাদ প্রকাশের পর সংস্কার করা হলো চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক

মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর বাজারের পশ্চিম দিকে ধসে পড়া অংশটুকু মেরামত করেছে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। ভারি বৃষ্টিপাতের আঘাতে গত দুই সপ্তাহ আগে এই স্থানে ধস দেখা দেয়। এতে ঝুঁকি নিয়ে সকল ধরনের যানবাহন চলাচল করে আসছিল।

এ নিয়ে গত ১৩ আগস্ট রোববার দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রথম পাতায় ‘ঝুকি নিয়ে পথচারী ও যান চলাচল, ভারী বৃষ্টিপাতের আঘাতে চাঁদপুর-কুমিল্লা সড়কে ভয়াবহ ভাঙন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি জেলা-উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে ক’দিন পরেই ভাঙা অংশটুকু সাময়িক মেরামত করে পথচারী ও যান চলাচলের উপযোগী করা হয়। বর্তমানে ওই সড়ক দিয়ে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে।

নাছির হাজী নামে স্থানীয় এক বাসিন্দা এ প্রতিবেদককে জানান, এই সড়কে চলাচলকারীরা খুব বিপাকে পড়েছিল। সড়কের ধসে যাওয়া অংশে পুকুরের পাড়ে বাঁশের পাইলিং করে বালি দিয়ে সাময়িক মেরামত করা হয়েছে। তবে বড় কোন যানবাহন মেরামত করা অংশে উঠলে চাকা বসে যেতে পারে। তারপরও দ্রুত চলাচলের উপযোগী করায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এছাড়াও গত দুই সপ্তাহ আগের ভারী বৃষ্টিপাতের আঘাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ছোট-বড় অসংখ্য স্পটে এই ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভেঙে যাওয়া অংশগুলোও মাটি কিংবা বালি দিয়ে সাময়িক মেরামত করেছে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

উল্লেখ্য, গত ১২ আগস্ট শনিবার চাঁদপুর-কুমিল্লা সড়কের সদর উপজেলার ঠাকুরবাড়ির পূর্ব দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের প্রবল ভারি বৃষ্টিতে সড়কের দক্ষিণ পাশের পুকুরে গাছ পড়ে গিয়ে সড়কটি ভেঙে তলিয়ে গেছে।
এছাড়া এ সড়কের বিভিন্ন স্থানে উভয় পাশে ছোট-বড় অনেকগুলো ভাঙ্গনের ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে ব্যস্ততম এই সড়কে রাতের বেলায় যানবাহন চালক কিংবা পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে। কিছু কিছু স্থানে স্থানীয়দের উদ্যোগে লাল কাপড় দিয়ে নিশানা টানিয়ে দিয়েছিল।

সম্পর্কিত খবর