ভাটেরগাঁও গ্রামে মাদক সম্রাট খালেদকে ইনজেকশনসহ গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ডিএনসি’র মাদক বিরোধী অভিযানে চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ’র মোবাইল কোর্ট অভিযানে সদর উপজেলা ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামে  মাদক সম্মাট মোঃ খালেক পাটোয়ারী ওপরে খালেদকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ২৮আগস্ট চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ।

মোবাইল কোর্টে চাঁদপুর সদর মডেল থানাধীন ভাটেরগাঁও গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সম্মাট মোঃ খালেক পাটোয়ারী ওপরে খালেদকে মাদক সেবিকে ১এ্যাম্পুল ব্রুপেনরফিন ইনজেকশনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ খালেক পাটোয়ারী ওপরে খালেদ  (৫২), পিতা- মৃত আ: রশিদ পাটোয়ারী, সাং-ভাটেরগাঁও (রশিদ পাটোয়ারী বাড়ী), চাঁদপুর সদর, চাঁদপুর।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসামীকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

এসময় ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী উপস্থিত ছিলেন।  

এলাকাবাসী জানায়, ভাটেরগাঁও গ্রামের অধিবাসী মাদক সম্মাট মোঃ খালেক পাটোয়ারী ওপরে খালেদ দীঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত । তাকে মাদক ডিলার কিংবা মাদকের সম্মাট হিসেবে সবাই চিনে । মাদক ব্যবসায়ী খালেদের গ্রেফতারে এলাকার মানুষ খুশী এবং স্বাগত জানিয়েছে ।

সম্পর্কিত খবর