চাঁদপুরে সাড়ে ৪ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

গতকাল রোববার ২৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ৪৫মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাতক্ষীরা থেকে চট্রগ্রাম গামী ২টি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ৪হাজার ৫শ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।

এ সময় জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই অভিযানে উপস্থিতি ছিলেন চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।

পরে  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

সম্পর্কিত খবর