চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের অন্তগর্ত শাহতলী রেলস্টেশনে চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা।
গতকাল ২৭আগস্ট (রবিবার) বেলা ৩টায় শাহতলী রেলস্টেশনে চুরি করে পালানোর সময় চোর মো: সুমন বেপারী (২১) পিতা-নান্নু বেপারী, মাতা-জাহানারা বেগম, সাং-বড় শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুরকে তাকে স্থানীয় জনতা ও গ্রাম পুলিশের সহায়তায় চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে স্থানীয় জনতা শাহতলীতে চোর আটকের বিষয়টি শাহতলী জিলানী চিশতী কলেজ এর গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে জানালে তিনি চাঁদপুর সদর মডেল থানায় চোরকে সোপর্দ করার পরামর্শ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, শাহতলী নিবাসী মো: রাশেদ তপদার বসতঘর থেকে গত ৫আগস্ট ২টি মোবাইলসহ নগদ ৬০হাজার টাকা চুরি করেছে চোর মো: সুমন বেপারি।
এ বিষয়ে গত ৫আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামা চোরদের আসামী করে অভিযোগ দায়ের করা হয়।
জনতা কর্তৃক আটককৃত চোরকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় গত ৫আগস্ট শাহতলী গ্রামের মো: রাশেদ তপদার এর ২টি মোবাইল সহ নগদ ৬০হাজার টাকা সে চুরি করেছে। চুরি করা মোবাইল ২টি চাঁদপুর বড় স্টেশন কোন এক চায়ের দোকানে বিক্রি করছে বলে স্বীকারোক্তি দেয়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই কুদ্দুস জানান, স্থানীয় জনতা এক চোরকে আটক করে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টাও চলছে বলে জানান তিনি।
এ বিষয়ে শাহতলীর গ্রাম পুলিশ বাশার জানায়, আটক মো: সুমন বেপারি এলাকার একজন পোশাদার চোর । তাকে স্থানীয় জনতার সহায়তায় চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য, এর আগে শাহতলী বাজারসহ বিভিন্ন স্থানে চোর মো: সুমন বেপারীর বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। সে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাইক চুরি করেছে একবছর পূর্বে। এছাড়াও সে শাহতলীতে এবং ট্রেনে যাত্রীদের মোবাইল চুরি করারও অভিযোগ রয়েছে।